ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত প্রমি রায় (নিতু) চিকিৎসক হতে চায়

 ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার-– খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা নিহার কান্তি রায় এবং অঞ্জনা সরদার দম্পতির কন্যা প্রমি রায় (নিতু)। নিতু ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। গত পরশু ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। কিন্তুকারিগরি ত্রুটির কারণ দেখিয়ে

সন্ধ্যায় এ ফল স্থগিত করা হয়। পরবর্তীতে গতকাল ১ মার্চ বুধবার রাত সাড়ে ১০টার পর এই ফল প্রকাশ করা হয়েছে। দিঘলিয়া উপজেলা সদরের আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিতু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রমি রায় (নিতু) বর্তমানে দিঘলিয়া উপজেলার এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। নিতুর বাবা নীহার কান্তি রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন দিঘলিয়া উপজেলা রিসোর্স সেন্টারে চাকরি করেন এবং মা দিঘলিয়া

উপজেলার আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা পদে কর্মরত আছেন। নিতুর সঙ্গে কথা বললে সে জানায়, “আমার মা-বাবা আমার পড়াশোনার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পাশাপাশি তারা আমাকে খেলাধুলা করার সুযোগ দেয়, সংগীত চর্চা করারও সুযোগ দেয় এবং তারা সর্বদাই আমার খাওয়া দাওয়া ও

সুস্থতার দিকে খেয়াল রাখেন। সে কারণেই আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে লেখা পড়ায় মনোনিবেশ করতে পেরেছি। যার ফলশ্রুতিতে আমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। ভবিষ্যতে আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই ।” প্রত্যাশিত ফলাফল অর্জন করায় তার শিক্ষক, শুভাকাঙ্খি ও শুভ্যানুধায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন নিতু ও তার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top