ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টারঃ আজ ০২ মার্চ ২০২৩ খ্রিঃ, ১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ বিকাল ০৩:০৫ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” খুলনা জেলা শিল্পকলা একাডেমী’র অডিটোরিয়ামে প্রদর্শনী হয়েছে। “চিরঞ্জীব মুজিব” পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীতে খুলনা সিটি কর্পোরেশনের
মান্যবর মেয়র তালুকদার আব্দুল খালেক; খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী এবং পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা মহোদয় উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবনী সম্পর্কে আলোকপাত করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম
ম্যানেজমেন্ট) নিজামুল হক মোল্যা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন এবং খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।