তরুন সাংবাদিক খান মাহাদীর আজ শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদক :- প্রতিবাদী সাংবাদিক সংবাদ এর পিছনে যার অবিরাম ছুটে চলা, নেশা,পেশা যার সাংবাদিকতা সেই ২৭ বছরের আজন্ম তরুন খান মাহাদী সময় এক্সপ্রেস নিউজ পোর্টালে ও দৈনিক বাংলা নিউজ 24 এর বার্তা সম্পাদক খান মাহাদীর আজ শুভ জন্মদিন। জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের খান পরিবারের কীর্তি সন্তান। ছোট বেলা থেকেই নতুন কিছু করার চিন্তা ছিলো। গান কবিতা ক্রিকেট ফুটবল লেখা
লেখি ও অভিনয় এসব দিকে বেশি মনোযোগ ছিলো তার। যতটুক লেখাপড়া করেছেন তাতে ভালো চাকুরী করার সুযোগ থাকা স্বত্তেও সমাজের মানুষের জন্য কিছু করার জন্য ই মূলত এই পেশায় আসেন তিনি। কারণ তিনি মনে করেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ আছে। ২০১২ সাল থেকে সাংবাদিকতায় পেশায় পথ চলা। ছোট বেলা থেকে কবিতা গান এবং মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বর্তমানে তিনি সবাই এক্সপ্রেস নিউজ ও দৈনিক বাংলা নিউজ 24 এর
বার্তা সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ,দৈনিক সংবাদ সারা বেলা,যমুনা প্রতিদিন,প্রতিদিনের বার্তা, গাজীপুর সংবাদ,নিউজ টাইম বিডি, এবং অপরাধ সন্ধানীর ক্রাইম রিপোর্টার হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য সাংবাদিকতার জন্য তিনি অনেকবার মামলা হামলার শিকার ও হয়েছেন তিনি এবং বিনোদনধারার রিপোর্টার থাকাকালে বিনোদধারার অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সাংবাদিক হিসেবে মুক্ত সংগীতের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন তিনি এবং তার অভিনীত
নাটক এবং শর্ট ফিল্মের সংখ্যাও অনেক তারমধ্যে উল্ল্যেখযোগ্য এলাকার বড় ভাই, ঘুম সাজ্জাদ, অসহায় রিকশাচালক,সততা ট্রাভেলস এজেন্সি,বাটপার ভিখারি,সোনার চেয়ে পেঁয়াজের দাম বেশি, লবণ ওয়ালা, পিঁয়াজুল, এবং বেইমান এর শেষ পরিণতি ইত্যাদি। তার লেখাগুলোর মধ্যে অন্যতম অতীতকে ভুলে গিয়ে আগামীর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকায় বুদ্ধিমানের কাজ,আপনার তীব্র ভালবাসা অপেক্ষা করে যে মানুষটা চলে গেলো তার প্রতি মোটে আফসোস রাখবেন না, প্রবাহমান নদীর মতো জীবন
চলমান,জীবনে কেউ পার্লামেন্ট না সবাই চলে যায় কেউ কেউ জীবনে আসে একটু সময় পর আবার হারিয়ে যায়, আমাকে সবাই তার প্রয়োজনে পাশে ডেকেছে প্রিয়জন করে কেউ কোনদিন ডাকেনি,সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয়,আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় হতে পারিনি, সময় বদলে যায় নাকি মানুষ সময়কে বদলে দেয় আরো অন্যান্য। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচারণা বিষয়ক সম্পাদক ও সামাজিক সংগঠন
গর্বের বাকেরগঞ্জের ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং মুক্ত সংগীত সংস্কৃতিক সংগঠনের প্রচার প্রচারণা বিষয়ক সম্পাদক, ও স্টাগ ফর ইউথ ফাউন্ডেশনের উপ-উরচার সম্পাদক বরিশাল জেলার ইউনিট এবং অরাজ নৈতিক স্বেচ্ছাসে সামাজিক সংগঠন জাগ্রত তারুণ্যর ভরপাশা ইউনিয়ন ইউনিটের সভাপতি। সাংবাদিকদের একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তারুণ্যদীপ্ত সংবাদকর্মি খান মাহাদী এর শুভ জন্মদিনে, নিরন্তর শুভকামনা। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top