রানা মোল্লা দিঘলিয়া :::: জাতীয় নদী রক্ষা কমিশনের অনুমতি ছাড়া কোনো নদী, খাল ভরাট করা যাবে না। তেমনি দখল ও দূষণ করা যাবে না। নদীর গতি প্রবাহ অব্যাহত রাখতে হবে। দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদী ও খালগুলো দখল ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে ক্রয়কৃত সম্পত্তি ভৈরব নদীর
পাড়ে অবস্থিত হওয়ায়, নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়া হবে বলে জানান। গতকাল বুধবার বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে প্রতিষ্ঠিত পাট গোডাউন এলাকায় ভাঙ্গন পরিদর্শন কালে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী এ কথা বলেন। তিনি আরও জানান, আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনাঞ্চলের নদী দুষন ও নদী রক্ষার জন্য সকল দপ্তরের উর্দ্ধতোন
কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাংবাদিকদের সাথে নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) এস এম মুনিম লিংকন, অতিরিক্ত জেলা প্রসাশক (এলএ) আতিকুল ইসলাম, সওজের নির্বাহী প্রকৌশলি, এলজিডির নির্বাহী প্রকৌশলি,
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দিঘলিয়া থানার অফিসার্স ইন চার্জ রিপন কুমার সরকার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক সহ প্রমূখ।