মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং দুস্থ্য অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ’র মধ্যে দিয়ে নাটোরে এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ক্যম্পাস থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ অডিটরিয়ামে এসে মিলিত হয়। সেখানে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক
কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) উপাধ্যক্ষ এবং বিএনসিসিও, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (অব) সেকেন্ড লেফন্টেনেট আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম। বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন নাটোর ইউনিট আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ’র উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের সেক্রেটারী ও বিটিভি’র নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ’র বিএনসিসি প্লাটুন পিইউও প্রভাষক সুমন আলী, নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ’র
রসায়ন বিভাগের প্রভাষক মোঃ খালেদ পারভেজ রিপন, বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন নাটোর ইউনিটের আহবায়ক এক্স-ক্যাডেট সার্জেন্ট ফাহিমুজ্জামান, সদস্য সচিব এক্স-ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক প্রমূখ। পরে নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ শেষে দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।