সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন বেকা’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেকা উপজেলা পরিষদের গেষ্ট হাউজে সুনামগঞ্জ ইউনিটের পক্ষে থেকে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সংগঠনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় জেলা ইউনিট
সভাপতি সিইউও হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল হক, এক্স ক্যাডেট আব্দুল মমিন , মুরসালীন আহমদ রানা, সার্জেন্ট নূর উদ্দিন, বিশ্বজিৎ কুমার দাস নয়ন, সঞ্জিত, বায়জিদ আহমদ পাবেল, অভি প্রমুখ উপস্থিত ছিলেন।