শার্শায় ৩৪ লিটার দেশীয় মদ সহ একজনকে আটক করেছে পুলিশ

 বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে হাইওয়ে থেকে ৩৪ লিটার দেশীয় মদসহ অন্তর আলী (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানার পুলিশ। মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি ) সকাল ১০ টার সময় তাকে আটক করা হয়। আটককৃত অন্তর আলী নাভারণ রেল

বাজারের আলমগীর হোসেন ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, শার্শা থানার এসআই ফজলুর রহমান তার সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপরে থেকে ভাড়া কৃত ইজিবাইকে অভিযান চালিয়ে ৩৪ লিটার দেশীয় মদ সহ এক জনকে আটক করেন। উদ্ধারকৃত

আলামতের মূল্য অনুমানিক ১৩ হাজার ৬০০ টাকা। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top