রিপোর্টারঃ মনজুরুল ইসলাম :::: নাটোরের বড়াইগ্রামে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় অটো ভ্যান চালক হাসু খামারু (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি পল্লী বিদ্যুৎ অফিস এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসু উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত
দবির খামারুর ছেলে। স্থানীয়রা বলেন,সকাল ১০ টার দিকে বনপাড়া পৌর শহর থেকে অটো চার্জার ভ্যান নিয়ে হাসু খামারু গড়মাটি বাজারের দিকে যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌছালে পিছন থেকে ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান,ঘাতক ট্রাকটিকে মুলাডুলি রেল ক্রসিং এলাকা থেকে জব্দ করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আশা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।