সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু বকর সিদ্দীক চৌধুরী’র পক্ষে থেকে এসব রান্না করা খাবার বিতরণ
করা হয়। মঙ্গলবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট, মন্ডলীভোগ, শহীদ মিনার এলাকা ও ছোরাবনগর এলাকায় শতাধিক দুস্থ মানুষের মাঝে রান্না করা এসব খাবার বিতরণ করেন আবু বকর সিদ্দীক চৌধুরী। প্রতি বছর এই দিনে প্রিয় নেতা মুহিবুর রহমান মানিক এমপি’র জন্মদিনে তিনি খাবার বিতরণ করে থাকেন।