সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে “খ গ্রুপে” চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মাহফুজুর রহমান। সে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও শহরের ফার্মেসি ব্যবসায়ি, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
রেদওয়ানুল হক আরজুর পুত্র। রবিবার ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত পুরস্কার বিতরণী সভায় উপজেলার শ্রেষ্ঠ হিসেবে সে পুরস্কার গ্রহন করেছে। মাহফুজুর রহমান ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সুনামগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।