বাংলাদেশে কর্মরত ৭ দেশের সামরিক প্রতিনিধি ষাটগুম্বজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণ

 কামরুজ্জামান শিমুল বাগেরহাট :::বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণে এসেছেন বাংলাদেশে কর্মরত ৭ দেশের সামরিক প্রতিনিধি দল। তাদের পরিবারের সদস্যরাও রয়েছে এই ভ্রমণের অংশীদার হিসাবে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারা বিলাসবহুল প্রমোদতরি “সানওয়ে ক্রুজ” নিয়ে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রবেশ করেন। সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন- বিমান বাহিনীর এয়ার কমডোর রাফি। সামরিক

প্রতিনিধি দলে রয়েছেন- ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, অস্ট্রেলিয়ার লেফটেনেন্ট কর্নেল জন ডেম্পসি, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ, তুরস্কের কর্নেল এরদাল সাহিন ও পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ সহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কয়েকজন কর্মকর্তা। এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারী ) বিকেলে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকা

ভ্রমণ ও বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেন তারা। পরিদর্শন ও ভ্রমনে সহযোগিতা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান মোঃ যায়েদ। আগত অতিথিবৃন্দ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top