আবুল হাশেম পাইকগাছাঃ পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের নৈরনদী উপর আড়ে বাঁধ দিয়ে খন্ড খন্ড করায় নৈরনদী ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগে জানাযায় চাঁদখালী ইউপির নৈরনদী দিয়ে কয়েক হাজার বিঘা জমির পানি সরবরাহের পথ হইতেছে। এলাকার একাধিক ব্যাক্তি বলেন কয়েকজন মৎস ব্যাক্তি
নৈর নদী ইজারা নিয়ে খন্ড খন্ড করে বিত্রুি করা তাদের ব্যবসা। সরকারি নিতিমালা অপেক্ষা করে তাদের ইচ্ছেমত নদীতে নেট পাটা ও বাঁধ দিয়ে ঘের করে আসছে। বৃষ্টি মৌসুমে নৈরনদী দিয়ে ১২/১৫টি মৌজার কয়েক হাজার বিঘা জমির পানি সরবরাহের পথ হইতেছে। সরেজমিনে দেখা যায় কালুয়া টু চৌমুহনি বাজার অভিমুখি পিচের
মাথা মুক্তার গাজীর বাড়ীর কিছুদুর সামনে , ডাবল ইটের রাস্তা থেকে, অপার পার উওর গড়ের আবাদ হারুন গাজীর বাড়ীর পুকুরের পাড় ২/৩,হাত পথ রেখে নদীর এপার ওপার বাঁধ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবিলম্বে নদীর উপর বাঁধ অপসরন করে পানি সরবরাহের পথ উন্মুক্ত করার দাবি জানান কয়রা-পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু (এমপি) সহ উপজেলা নির্বাহী অফিসার কাছে এলাকা বাসি।