দুইযুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরগঞ্জ সফর

 নাইম ইসলাম বাঙালি, (কিশোরগঞ্জ প্রতিনিধি):- আগামী ২৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচক্ষে দেখতেই প্রধানমন্ত্রীর মিঠামইন সফর। জানা যায়, সেদিন সকালে

মিঠামইনে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস ক্যান্টনমেন্ট শুভ উদ্বোধন করবেন। এরপর কামালপুর গ্রামে রাষ্ট্রপতি  আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে হেলিপ্যাড মাঠে জনসভায় যোগদান করার কথা রয়েছে। জনসভা আগের দিন থেকেই মিঠামইনে থাকবেন রাষ্ট্রপতি। এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, প্রধানমন্ত্রীর এ সফর আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top