আলীম ইষ্টার্ন মাধ্যমিক বিদ্যালয় চল্লিশ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী

খানজাহান আলী থানা প্রতিনিধি: আলীম ইষ্টার্ন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৪০বছর পূর্তি প্রথম পুনর্মিলনী  শুক্রবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় কোরআন তেলায়াত, গীতা ও বাইবেল পাঠ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম পুনর্মিলনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ১৯৯১ ব্যাচের বদরুল আলম মারকিনের

সভাপতিত্বে এবং ০৫ ব্যাচের সুমনা পাল(জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) ও সাইফ আহমেদ হিমেলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলীম জুট মিলের প্রকল্প পরিচালক  সাজ্জাদ হোসেন, ইষ্টার্ণ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ড. জি এ এম মাহাবুব উর রশিদ জুলফিকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় । উদ্বোধন অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তৃতা করেন উদযাপন কমিটির

প্রধান উপদেষ্ঠা বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের  মইনুজ্জামান ময়না, উপদেষ্ঠা ১৯৯৫ ব্যাচের শহিদুল ইসলাম সুমন, ১৯৯৬ ব্যাচের  হাসানুজ্জামান হিটু, যুগ্ন আহবায়ক ১৯৯৪ ব্যাচের  নবীরুল ইসলাম রাজা(ইউপি সদস্য), ডা. রফিকুল ইসলাম, সদস্য সচিব ১৯৯৭ ব্যাচের গোলাম জিলানী মুন(ইউপি সদস্য), ও ১৯৯৮ ব্যাচের মিজানুর রহমান। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের গৌরবের ৪০বছর পুর্তি উপলক্ষে বর্ণিল ও বর্ণাঢ্য পুণর্মিলনী আয়োজনের মধ্যে ব্যাচ ওয়াইচ পরিচিতি ও স্মৃতিচারণ

পর্বে তাদের অভিমত ব্যক্ত করার সময় আবেগ আব্লুত হয়ে পড়ে। প্রত্যেকেই তাদের বক্তৃতায় এ ধরনের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পরে প্রিয় শিক্ষক ও প্রাক্তন সহপাঠিদের ফটো সেশনে মেতে উঠে মিলন মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। সন্ধ্যায় ব্যান্ড শিল্পী প্রতীক নবীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আগতদের মন কেড়ে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top