আবুল হাশেম পাইকগাছাঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ফেজ-২) আওতায় খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরের বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের ৪ বাসিন্দার মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র ৪ সদস্য যথাক্রমে আব্দুর রহমান গাজী, ইব্রাহীম গাজী,ইউসুফ গাজী ও ইসমাইল গাজীর মাঝে এ ঋণ
বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও আশ্রায়ন প্রকল্পের ঋণ সুবিধাভোগীরা। সমাজসেবা অফিসার সরদার আলী আহসান জানান,বাইশারাবাদ আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৪ জন দরিদ্র সদস্যের মাঝে মৎস্য চাষ ও কৃষিকাজসহ ক্ষুদ্র ব্যবসার জন্য ১জন কে ২০হাজার এবং বাকী ৩জনের
প্রত্যেককে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৬৫হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে। ঋণ সুবিধাভোগীদের মধ্যে আব্দুর রহমান গাজী ২০ হাজার ও অপর ৩ বাসিন্দা ইব্রাহীম গাজী,ইউসুফ গাজী ও ইসমাইল গাজী প্রত্যেকে ১৫ হাজার করে ক্ষুদ্র ঋণ পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, এ ঋণের টাকার যথাযথ ব্যবহার করতে হবে। ক্ষুদ্র ব্যবসা দিয়েই মানুষ সামনের দিকে অগ্রসর হয়। তিনি আরও জানান, দেশের সব আশ্রয়ণ প্রকল্পের দিকেই প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে।