এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালামের সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টারঃ ২৫ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশিষ্ট সমাজসেবিকা ও এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ অনুষ্ঠানের শুরুতে খুলনা- ৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী এর সহধর্মিনী, বিশিষ্ট সমাজসেবিকা সারমিন সালামকে ফুল দ্বারা শুভেচ্ছা জানানো হয়। জনাব সারমিন সালামও দিঘলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময়ে তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র গণমাধ্যমে প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান । তিনি বলেন বর্তমান সরকার দেশে

ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন, সে সকল তথ্য সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার মাধ্যম হলেন সাংবাদিকবৃন্দ, তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এ সকল উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্য প্রকাশের জন্য সচেষ্ট থাকবেন। দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে, এই গতি চলমান রাখতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যত ভাল কাজ করছে তার প্রতিফলন ঘটে সংবাদ প্রচারের মাধ্যমে। তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের সকল ভালো কাজের অংশীদার হিসেবে কাজ করবেন বলে আমি আশা করি। তিনি আরো বলেন, আমি এবং আপনাদের এমপি জনাব আব্দুস সালাম

মূর্শেদী আমরা সর্বদাই দিঘলিয়া প্রেসক্লাবের পাশে আছি এবং থাকবো। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান তারেক, বিশিষ্ট সাংবাদিক কবি এম ফরহাদ কাদির, সিনিয়র সহ-সভাপতি গাজী জামশেদ সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, কোষাধ্যক্ষ ওয়াসিক রাজীব, যুগ্ম সাধারন সম্পাদক কে এম আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রানা মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top