এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::: রবিবার চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি অনলাইন সহ বেশ কয়েকটি পত্রিকায়-(চাঁপাইনবাবগঞ্জের মাদক সম্রাট শাহিদ রানা টিপুর চলছে রমরমা মাদক ব্যবসা সক্রিয় সহযোগীরা)-শিরোনামের সংবাদ টি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ ভুল ধারণা ও কাল্পনিক সংবাদ বটে।আমি উক্ত সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলতে চাই একাধিক স্হানে বলা হয়েছে আমি মাদক সম্রাট ও মাদকের সঙ্গে জড়িত কিন্তু আমার নাম নেই।চাঁপাইনবাবগঞ্জ
জেলায় মাদকের সঙ্গে জড়িত ব্যাক্তিরা আমার সহযোগী হিসেবে কাজ করছে।এমন মনগড়া সংবাদ কতটুকু যুক্তিসম্মত তা আমার বোধগম্য নয়।সেইসাথে প্রতিবেদক আমার কোনো বক্তব্য না নিয়ে প্রতিপক্ষের কাল্পনিক বক্তব্যে সংবাদটি সাজিয়েছে।আমি নির্বাচিত হওয়ার পর আমার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আমি যে ভাবে কাজ করে যাচ্ছি এলাকার সাধারণত মানুষ তা জানে।সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের মাঝে বিতরণ করি এবং আমি এলাকার যে ব্যাপক উন্নয়ন করেছি তার হিংসার
বর্সবর্তী হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উক্ত সংবাদ পরিবেশন করেছে।আমি আবারও উক্ত মনগড়া ও কাল্পনিক সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সেইসাথে আবারও বলছি আমি হিংসার রাজনৈতির পক্ষে নই জনগণের পক্ষে জনগণ সকল ক্ষমতার উৎস। তাই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যা আমার মানহানি কর।