প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শারমিন সালাম কে সংবর্ধনা ও মতবিনিময় সভা

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টারঃ ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ ঘটিকার সময় খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর অডিটোরিয়ামে প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এনভয় গ্ৰুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবিকা খুলনা-৪ আসনের এমপি জনাব আব্দুস সালাম মূর্শেদী এর সহধর্মিনী মিসেস সারমিন সালাম -কে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মিসেস শারমিন সালাম সভাস্থলে পৌঁছালে প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি

রফিকুল ইসলাম সরাফাত। তিনি তার বক্তব্যে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের নানাবিধ সমস্যাবলী স্ববিস্তারে তুলে ধরেন। এই প্রেক্ষিতে প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে দিঘলিয়া উপজেলার প্রতিবন্ধীদের জন্য দশটি হুইলচেয়ার এবং প্রতিবন্ধীদের শিক্ষার জন্য একটি স্কুল স্থাপনের আশ্বাস প্রদান করেন। এরপর প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার দুই উপদেষ্টা- সাংবাদিক ও কবি ফরহাদ কাদির এবং দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ । দূর থেকে সহযোগিতায় ছিলেন-উপদেষ্টা হারুন অর রশিদ, আনোয়ার কবির নিজাম, বিশ্বাস রিনা পারভিন, সাইফুল ইসলাম শামীম, এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, আসাদুজ্জামান আজিম,আকরাম হোসেন

সোহান,জনি গাজি ও শান্তনু মল্লিক। প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খাঁন নজরুল ইসলাম -সভাপতি দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনসার আলী, সেনহাটি আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রানা শেখ, প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সোহেল আরমান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক খান মতিউর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং প্রতিবন্ধী ও দুস্থ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা বেগম,সহ-কোষাদক্ষ মুরাদ শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ইকরামুল শেখ, হামিদ শেখ,অন্যান্য সাংবাদিকবৃন্দ ও উক্ত সংগঠনের সাধারণ সদস্য বৃন্দ এবং আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top