ঝালকাঠিতে বিএনপি’র পথযাত্রায় ৩ পুলিশসহ আহত ৩০ আটক-১৫

ঝালকাঠি প্রতিনিধি ইমাম বিমানঃ ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে তেল,গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে আজ সকাল সাড়ে দশটায় ঝালকাঠি জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে পথযাত্রা শুরু করে। কার্যালয়ের সামনে থেকে পথ যাত্রা শুরু হলে সেখানে পুলিশ বাধা দিলে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা, পুলিশের বাধা অতিক্রম করে বিএনপি নেতাকর্মীরা পথযাত্রা নিয়ে সামনেযেতে চাইলে এক পর্যায় পুলিশের সাথে সংর্ঘষে জড়িয়ে পরে বিএনপি নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ লাঠি চার্জ করলে বিএন নেতাকর্মীরা ছত্র ভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ঝালকাঠি সদর থানার ওসি অপারেশন ফিরোজ কামাল সহ এসআই নজরুল, এসআই শফিকুর আহত হন। অপর দিকে পুলিশের লাঠি চার্জে বিএনপি’র আনুমানিক ৩০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির অফিস থেকে ১৬ জন নেতাকর্মীকে আটক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top