মনজুরুল আলম ৩নং ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি প্রার্থী

রবিউল ইসলাম তেরখাদা খুলনাঃ  খুলনা জেলার তেরখাদা উপজেলার ৩নং ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ও তেরখাদা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি ও বাংলাদেশ অবসর প্রাপ্ত সশাস্ত্র বাহিনী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। মো:মনজুরুল আলম মনজুর (অব: সেনা কমকর্তা) ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি প্রার্থী হিসাবে দাবি করে। তিনি চাকুরিতে থাকা

অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন মিটিং মিছিল করেছেন। বি এন পি ক্ষমতায় থাকাকালীন অনেক র্নিযাতন ও মামলা হামালার স্বীকার হয়েছেন মো:মনজুরুল আলম মনজুর (অব: সেনা কমকর্তা)।তিনি কয়েক বছর যাবত ভুতিয়ার বিল জলাবদ্ধতা নিয় সাধারণ জনগনের সাথে মাঠে থেকে কাজ করেছেন এই ছাগলাদাহ ইউনিয়নে।তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি দলের জন্য সব সময় সংগ্রাম করেছেন। ৩নং ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রার্থী

হিসাবে ৩নং ছাগলাদাহ  ইউনিয়নের বিভিন্ন আওয়ামলীগের সদস্যদের সাথে কথা বললে জানা যায় অধিকাংশ আওয়ামীলগের কর্মিরা বলেন আমরা ৩নং ছাগলাদাহ ইউনিয়নের সামনে যে সম্মেলন হবে সে সম্মেলনে ৩নং ছাগলাদাহে ইউনিয়নের সভাপতি হিসাবে আমরা ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা মো:মনজুরুল আলম

মনজুর (অব: সেনা কমকর্তা) কে সভাপতি হিসাবে দেখতে চাই। তাই অত্র ইউনিয়নের সাধারণ জনগন বলেন আগামিতে ৩নং ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করলে দলের ও কর্মিরা আরো শক্তিশালি হবে বলে সাধারণ জনগন মনে করেন। এ বিষয় মো:মনজুরুল আলম মনজুর (অব: সেনা কমকর্তা )কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ছাগলাদাহ ইউনিয়নের আওয়ামীলগের নেতা কর্মিদের সাথে থেকে আগেও কাজ করছি ভবিষ্যাতে ও কাজ করতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top