সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। উপজেলা বার্ষিক উন্নয়ণ কর্মসূচির আওতায় নারী উন্নয়ন ফোরাম কর্তৃক এ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। বুধবার ছাতক ডিগ্রি কলেজে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ছাতক সরকারি কলেজ হলরুমে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের পরিচালনায় সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। আরো বক্তব্য রাখেন প্রভাষক দিপালী রানী দাস, হীরা আক্তার, রূপা রানী তালুকদার, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, নারী ফোরামের সদস্য পলি দে প্রমুখ।