রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে ২৭ জনদের ছাগল শুকর সবজি বীজসামগ্ৰী বিতরণ

 হারাধন কর্মকার রাজস্থলী:::   রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাসের উদ্যোগে বিভিন্ন পাড়ার ২৭জন সুফলভোগীদের চাহিদা ভিত্তিক ছাগল,শুকর,দেশিমুরগি,সবজি বীজ ও গামলা বিতরণ করা হয়।
২২শে ফেব্রুয়ারি সকাল ১১ ঘঠিকার সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মংউচিং মার্মা, উপজেলায় সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। এছাড়াও
উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাঠ সহায়কগন এবং বিভিন্ন পাড়ার সুফলভোগী বৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ কালে মংউচিং মার্মা, বলেন বেসরকারি সংস্থা কারিতাস এলাকার হতদরিদ্র পরিবার গুলোকে স্বাবলম্বী করতে নিরলস ভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top