শফিয়ার রহমান পাইকগাছা খুলনা :::: খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার পরিচালনা কমিটির নির্বাচন -২০২৩ আগামী ২৫শে ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সফল করার লক্ষ্যে ২৩শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টায় নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পল্লী চিকিৎসক আঃ হালিম সানার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওছার আলী জোয়ারদার। উক্ত আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তুষার পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য বদরুল আলম, ইউপি সদস্য জিএম আলাউদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, কামালহোসেন, আয়ুব আলী ও
সাংবাদিকসহ প্রমুখ। আসন্ন আগড়ঘাটা বাজার কমিটির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৪শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৬টা থেকে মাইকিং ও দলবদ্ধ ভাবে নির্বাচনী প্রচার বন্ধ থাকবে। এ ছাড়াও ভোটের দিন (২৫শে ফেব্রুয়ারি) ভোট প্রদানের জন্য ভোটার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। প্রার্থীদের আইডি কার্ড সহ ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে, মর্মে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য:২৫শে ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।