দিঘলিয়ার গাজিরহাট হতে সাতটি বোমা উদ্ধার, বিএনপি নেতা সহ গ্রেফতার -২

 রানা মোল্লা দিঘলিয়া ::::   দিঘলিয়া থানা পুলিশ দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের সোনাকুর খেয়াঘাট সংলগ্ন জামাল মল্লিকের পরিত্যক্ত ইট ভাটার মধ্য হতে গতকাল গভীর রাতে সাতটি তাজা বোমা উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে। দিঘলিয়া থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘালিয়া থানা পুলিশ জানতে পারে গাজিরহাট ইউনিয়নের সোনাপুর খেয়াঘাট সংলগ্ন জামাল মল্লিকের ইট ভাটার ভিতরে একদল লোক এলাকায় নাশকতা সৃষ্টি করার জন্য অবস্থান করছে।

খবর পেয়ে দিঘলিয়া থানার অফিসার্স ইন চার্জ রিপন কুমার সরকার এর নির্দেশে গাজীরহাট ফাড়ির ইনচার্জ এস আই সুব্রত বিশ্বাস এর নেতৃত্বে এস আই রমেন কুন্ডু, এস আই মোস্তফা শাহিনুজ্জামান, এস আই কৌশিক কুমার শাহা, এস আই মোঃ রাজু হোসেন, এ এস আই মাছুদ রানা, এ এস আই দেবাশীষ চৌধুরী, এ এস আই  শাহাবুদ্দিন সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অবস্থানকারীরা পালিয়ে গেলেও দুজন হাতেনাতে ধরা পড়ে এবং উক্ত

স্থান থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন গাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি/উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  বিল্লাল মোল্লা (৫০), পিতা আলতাফ মোল্লা ও  জাবেদ মোল্লা (২৫) পিতা রিপন মোল্লা। এ বিষয়ে গাজীরহাট ফাঁড়ি ইনচার্জ এস আই সুব্রত বাদী হয়ে দিঘলিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেন। দিঘলিয়া থানা মামলার নম্বর – ০৯, তাং-২৩/ ০২/২০২৩ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top