নাসিমুল নাহিদ বাগাতিপাড়া নাটোর ::: : নাটোরের বাগতিপাড়ায় অভিযান চালিয়ে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রেখা বেগম (৪৭) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) বিকেলে এএসআই শরিকুল ইসলাম শরীফের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামী বাগতিপাড়া এলাকার আবুল কালামের স্ত্রী। বাগাতিপাড়া মডেল থানার
অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালে একই গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে সাংবাদিক হাসান আলী সোহেল ২ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির মামলা করে। এরপর থেকেই আসামী আত্নগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।