সেলিম খান (সাতক্ষীরা) প্রতিনিধি :::: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কাব্য এল জি পি অটো গ্যাস স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় কলারোয়া পৌরসভা মুরালিকাটি এলাকার কাব্য এল জিপি অটো গ্রাস স্টেশনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ১০৫ ( কলারোয়া -তালা) সাংসদ সদস্য এন্ড:মোস্তফা লুৎফল্লাহ (এমপি)। অনুষ্ঠানের আলোচনা
রাখেন কাব্য এলজিপি অটো গ্যাস স্টেশনের স্বত্ব অধিকারী চেয়ারম্যান রবিউল হাসান। চেয়ারম্যান রবিউল হাসান বলেন, সততা নিশ্চয়ই আমার ব্যবসার মূল মন্ত্র।তিনি ন্যায্য মাপ নিশ্চিত করবেন বলে অঙ্গীকার করেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপন,কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস,থানা অফিসার ইনচার্জ নাসির
উদ্দীন মৃধা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেড়াগাছি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,কুশুডাঙ্গা চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কেড়ালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি), যুবলীগ নেতা মুস্তাক,যুবলীগ নেতা সঞ্জয় কুমার সহ প্রমূখ।