আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রতিবন্ধী ও দুস্থ কল্যাণ সংস্থার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

 ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার–  ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় সারা দেশব্যাপী পালিত হলো দিবসটি। এ উপলক্ষে সকাল ৯ ঘটিকায় প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত সময় উপস্থিত

ছিলেন – প্রতিবন্ধী ও দুঃস্থ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা মণ্ডলী- ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ(সহ-সভাপতি দিঘলিয়া প্রেস ক্লাব),কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, আনোয়ার কবির নিজাম, আসাদুজ্জামান আজিম, বিশ্বাস রিনা পারভিন,এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী,  হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান -সামসুর নাহার, দিঘলিয়া

ইউনিয়নের ৪.৫.৬-এর মহিলা মেম্বার পাখি বেগম, ৪.৫.৬–এর সাবেক মহিলা মেম্বার আকলিমা বেগম,নাসরিন আক্তার হিরা, ফাতেমা,সালমা, সাবিনা, স্বর্ণালী,প্রতিষ্ঠাতা সভাপতি  রফিকুল ইসলাম সরাফাত, সিনিয়র সহ-সভাপতি-বেলায়েত হোসেন, সহ-সভাপতি মাসুদ রানা,  শরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -আব্দুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক  আব্দুল জলিল,সহ-মহিলা বিষয় সম্পাদিকা মুক্তা বেগম, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে -ইকরামুল শেখ, হামিদ শেখ,মীম আক্তার, রোকেয়া আক্তার মিম্মা,ইখলাস শেখ, মাসুদ মোল্লা,ইমাম হোসেন,রশিদা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top