কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত

সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১ টায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অতঃপর, বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্

হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি, মাস্টাররোল কর্মচারী সমিতি, পুজা উদ্্যাপন পরিষদ ও সনাতনী ছাত্র কল্যাণ পরিষদ, ওকেএস, ট্রাই, ক্যারিয়ার ক্লাব, কুয়েট থিয়েটার, অ, ধ্রুপদী, কল্পপঠ, কেডিএস, প্রতিদ্ধনি, ইএসই বিভাগ, নাটোর এসোসিয়েশন, চুয়াডাঙ্গা এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন, গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন, নরসিংদী এসোসিয়েশন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে

পুস্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়া, দিবসটি পালন উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় অডিটরিয়ামে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, রাত ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আসর বাদ কেন্দ্রীয় জামে মসজিদে শহীদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top