নীল আঁচল
লেখিকাঃ কাজী নাজরিন
হেমন্তের শেষ বিকেলে চুপিচুপি কতো কথা
সাদা শাড়ীর নীল আঁচল ছুঁয়ে!
অভিমানে বেদনার ক্রন্দন ধ্বনি,
নীরবে শুনেছি সেদিন।
কাঁদো কাঁদো গলায় দু’হাতে দুহাত স্পর্শ করে
চোখের কোণে জমে থাকা পানি লুকিয়ে
শুভ্র মেঘের দিকে তাকিয়ে হেসেছিলে,
অবেলায় ক্ষণিকের দেখা,
এক চিলতে মেঘের ঘনঘটা
বুকের পাঁজরে তীব্র ব্যথা,
হেমন্তের শেষ বিকেলে চুপিচুপি
কেন দেখা দিয়েছিলে প্রিয়?
অভিমান মনে মনে, মুখে ছিলো হাসি
হাসির আবডালে লুকিয়ে ছিলো ব্যথা,
রঙিন সুতোই বাঁধা স্বপ্ন নিভে যাচ্ছে জেনেও
মুখে হাসির আভা ছড়িয়ে ছিটিয়ে
কেন চলে গেলে প্রিয়?
সবুজ ঘাস ঝলমলে রোদ্দুর আলোয়
শেষ বিকেলে চিকচিক করছিলো,
তোমার চুলও সেই আলোয় ঝলমল করেছিলো,
তবে যাবেই যদি চলে,কেন?
নীল আঁচল ছুঁয়ে মৃদু হাসি,,,