সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।গত বছরের ২৩ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়।৭ সদস্য বিশিষ্ট শ্রমিক ইউনিয়নের নব গঠিত কমিটির অনুমোদন দিয়েছে সিলেটের শ্রম দপ্তর। মোঃ শাহ আলমকে সভাপতি, মোঃ মিয়া হোসেনকে কার্যকরী সভাপতি এবং মোঃ শফি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১২
ফেব্রুয়ারি আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে ২ বছর মেয়াদি কমিটির কার্যকাল শুরু হবে ২০২৩ সনের ১২ ফেব্রুয়ারি থেকে। ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুলকাদির,সাংগঠনিক ও দপ্তর আকতারুজ্জামান এবং নির্বাহী সদস্য আতিকুর রহমান।