ঠাকুরগাঁওয়ের বসন্তের আগমনে রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব পালিত

রিপোর্টারঃ গীতি গমন চন্দ্র রায় গীতিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বসন্তের আগমনে বিশ্ব ভালবাসা দিবসের দিনে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব ১৪২৯ পালিত হয়েছে। জানাযায়,১৪ই ফেব্রুয়ারী ২০২৩ ১লা ফাল্গুন বিকাল চারটায় রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল করিম বাবুর সভাপতিত্বে এ বসন্ত উৎসব পালিত হয়।

সে সময়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, রেজাউলনুল হক রিজু সাধারণ সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও,সেলিমউল্লাহ সাধারণ সম্পাদক ষড়জ শিল্পীগোষ্ঠী রাণীশংকৈল উপজেলা,মনসুর আলী সভাপতি ঠাকুরগাঁও প্রেসক্লাব,

হবিবর রহমান বীর মুক্তিযোদ্ধা।উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,বসন্ত হচ্ছে গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানোর সময়,তেমনি বসন্তের হাওয়া বাতাসের সাথে মানুষের মনের মধ্যে সুন্দর হাওয়া যেন বয়ে যায়।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,এম এস ফেরদৌস বাহার,পিনাকী রাণী বসাক।উক্ত অনুষ্ঠানটি শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top