রিপোর্টারঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন:::: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাজের বিনিময়ে বিভিন্ন জনকল্যাণমুলক প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট করন (কাবিখা) প্রকল্পের অর্থায়নে ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন জাতীয় পার্টিসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাস্তবায়নে পুর্ব নওহাটি চাচীয়া ঈদগাঁ মাঠের উন্নয়ন সংস্কার কাজের উদ্বোধন করেন। জাতীয় পার্টির তারাপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে ও তারাপুর ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক এর সার্বিক সহযোগিতায় ঈদগাঁ মাঠের উন্নয়ন সংস্কার কাজের উদ্বোধন
করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় তারাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব নওহাটি চাচীয়া ঈদগাঁ মাঠের কাবিখা প্রকল্পের উদ্বোধন করা হয়। সেই সাথে জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাপুর ইউপি শাখার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জগদীশ চন্দ্র সরকার তপন, জাতীয় পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক মোঃ মাসুদ মিয়া, জাতীয় যুব সংহতি পার্টির সভাপতি রাশেদুল ইসলাম পলাশ, জাতীয় যুব সংহতি পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবতাবুজ্জান লেবু,
সাংগঠনিক সম্পাদক মোঃ মনজু মিয়া, তারাপুর ইউপি শাখার জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, বাবু দীনেশ চন্দ্র বর্মন, মোফাজ্জল হোসেন, মাসুদ বসুনিয়া, খোরশেদ আলম, ইব্রাহিম হোসেন, গোলজার মিয়া, ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন সহ সকল জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারাপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক মোঃ
রুহুল আমীন বলেন, আমরা তারাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঈদগাঁ মাঠ, স্কুল মাঠ ও শ্মশান সহ সকল প্রতিষ্ঠানে মাটি ভরাট করন করে থাকি। মাননীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মহোদয়ে নির্দেশে উপজেলার সকল ইউনিয়নে এই সমস্ত কাজ করে আসতেছি। এবং তিনি আরও বলেন আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে থাকার আহ্বান জানান।