ঠাকুরগাঁওয়ের উদীচীর প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার গীতি গমন চন্দ্র রায় গীতিঃ ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ এর উদ্যোগে প্রতিমা ভাংচুর ঘটনার বিরুদ্ধে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়,ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁও জেলা শহরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

এ আয়োজনে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সহ-সভাপতি অমল টিক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সহ সভাপতি এমএস আহমেদ রাজু,সুচরিতা দেবসহ জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড আহছানুল হাবিব বাবু,সদর উপজেলা সভাপতি কমরেড চৌধুরী আনোয়ার হোসেন,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

এ বিষয়ে,বক্তারা বলেন,শান্তি ও সম্প্রীতির এই জনপদকে যারা অশান্ত করতে এই হীন তৎপরতা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী সুচরিতা দেব,জ্যোতিষ চন্দ্র বর্মন,বাউল শিল্পী বাবুল হোসেন।আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী রফিকুল ইসলাম রাফি ও ননী গোপাল বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top