আবুল হাশেম পাইকগাছা খুলনাঃ খুলনার পাইকগাছায় সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দু শিক্ষকের বিরুদ্ধে কোচিং বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে এ অভিযোগ করেন। অভিযোগে প্রকাশ,উপজেলার পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, ও ইংরেজি শিক্ষক রেজাউল করিম। তারা দুজনই
সরকারী নীতিমালা উপেক্ষা করে প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে কয়েকজন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে অভিযোগ করেছেন। মিজানুর রহমান নামে একজন অভিভাবক বলেন, গরীব শিক্ষার্থীদের অপেক্ষা অর্থশালী অভিভাবক শ্রেণীর মেয়েদের বেশি টার্গেট করেন। তাদের কাছে এ ব্যাপারে ইংরেজি শিক্ষক রেজাউল করিম জানান, আমি একজন ভাল ও উন্নতমানের শিক্ষক। আমি কোচিং করাইনা। তবে বিদ্যালয়ে ক্লাস শুরু আগে ও শেষে ৮০ জন শিক্ষার্থীকে অতিরিক্ত সময় পড়িয়ে থাকি। জীব বিজ্ঞানের শিক্ষক
প্রদেশ কুমার মল্লিক বলেন, আমি বাসায় কয়েকজন শিক্ষার্থীকে পড়াই তবে কোচিং করাইনা। এছাড়া বিদ্যালয় শুরুর আগে ও পরে অতিরিক্ত ক্লাস করাই। আর এটা করার বিধান আছে।প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রবিন্দ্র নাথ দে বলেন অতিরিক্ত ক্লাসের অনুমতি আছে কিন্ত কোচিং বা প্রাইভেট পড়ানোর অনুমতি নেই। যদি কোন শিক্ষক করেন তার দায়ভার তাদের। বিদ্যলয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসাট মমতাজ বেগম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য শিক্ষা কর্মকর্তাকে দেয়া হয়েছে। তদন্ত রিপোট পেলে আইনগতভাবে দেখা হবে।