শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা প্রয়োজন -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা প্রয়োজন। জয় পরাজয় বড় বিষয় নয়, খেলাধুলায় অংশগ্রহণই মূখ্য বিষয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে একমাত্র মাধ্যম হলো খেলাধুলা।

প্রতিমন্ত্রী আজ (রবিবার) বিকালে খুলনার রেলিগেটস্থ গভ: ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করেন। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বেশি হয়। যার প্রমাণ পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। গভ: ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দিন জুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক উপপরিচালক খো. রুহুল আমীন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top