প্রতিনিধি মাসুদ রানাঃ বগুড়ার শেরপুরে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেত্রবৃন্দ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলা প্রেসক্লাবে দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা শেষে বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি উক্ত ঘটনায় জড়িতদের সুষ্ঠ তদন্ত পূর্ব্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন তারা।
নেতৃবৃন্দ বলেন, গত (৩০ জানুয়ারি ) উপজেলার খানপুরে ডিওআরবি ব্যবসায়ী শামীম ড্রাইভার পশু ও
মাছের খাদ্যে মাটি বালি মিশ্রণ করছে এমন সংবাদের ভিত্তিতে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে তথ্য সংগ্রহে যায় এবং পেশাগত দ্বায়িত্ব পালন করে ফিরে আসার পথিমধ্যে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভেজাল মেশানোর ভিডিও করা মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয় ভেজাল কারবারি শামীম। আবার ওই সাংবাদিকদের যেখানেই পাবে সেখানেই হত্যার হুমকিও দেয়। নেত্রবৃন্দরা শঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের স্বার্থে কাজ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা ও নানারকম ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের কলম বন্ধ করে সমাজের দূর্নীতিবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী ও ভেজাল
কারবারিরা তাদের নৈরাজ্য গড়ে তোলার পাঁয়তার করছে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কলম সব সময় সত্যের জন্য অবিচল, কোনো কিছুতেই সেটাকে থামানো যাবেনা। এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলো প্রতিনি সবুজ চৌধুরী, যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দিপক সরকার, সাধারণ সম্পাদক শরিফ, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, থানা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, আজকের পত্রিকার পত্রিকার প্রতিনিধি রনজন কুমার দে, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সনাতন সরকার, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ছোলায়মান আলী বাবুসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সম্মিলিত সাংবাদিক জোটের সদস্যবৃন্দ।