সেলিম খান কলারোয়া প্রতিনিধি :::::: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও র্র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় পৌরসভার অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের চলমান আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও অপপ্রচার বিরুদ্ধে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও র্র্যালী করেছে। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুলজ্জান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন,কলারোয়া তালা সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার মজিবর রহমান, পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিল জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিল দিতি,কয়লা ইউনিয়নের যুবলীগ মারুফ হোসেন, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগ নেতা সরিফুল ইসলাম সহ বিভিন্ন স্থানীয় ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মী সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা যুবলীগ সভাপতি মাছুম। প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপন বলেন, আওয়ামী লীগের সরকার মানে উন্নয়নে
সরকার।জামাত বিএনপি ক্ষমতায় থাকতে দেশ কে লুটেপুটে নিয়েছে।আর আওয়ামী লীগের সরকার আসার পরে উন্নয়ন হয়েছে সবখানে। আজ বছরের প্রথম দিন স্কুলের ছাত্ররা বই পাচ্ছে,বিদ্যুৎ উৎপাদনেও এগিয়ে গিয়েছে। এই উপজেলা সভাপতি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে বলেন “টেক ব্যাক বাংলাদেশ” এটা ভুল বলেন তিনি মনুষ কখন উন্নয়ন ছেড়ে লুটপাটের সরকারকে বেছে নেবেনা। এই নেতা আরও বলেন, কলারোয়া আবার যদি ১৩ সাল ঘটনা ঘটাতে চেষ্টা করে আমরা কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীরা তার মোকাবিলা করতে প্রস্তুত আছি বলে হুশিয়ার করেন ।