প্রতিবেদক: জালাল উদ্দিন:::: গণঅধিকার পরিষদ এর পূর্ব ঘোষিত সারা দেশের জেলা পর্যায়ে বিদ্যুৎ, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি। তারই ধারাবাহিকতায় বিকাল ৪.০০ টায় গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা
প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব জনাব অপু রায়হান।যুগ্ম আহবায়ক নাহিদা খানম। যুব অধিকার পরিষদ জেলা সভাপতি জুবায়ের আহমেদ। ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি মাহবুবুর রহমান রুমেল এবং উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্যর দাম যেই হারে বাড়ছে তাতে জনসাধারণ জীবন অস্থিরতা বিরাজ করছে।শ্রমিকের জীবিকা নির্বাহ করণ কঠিন হয়ে যাচ্ছে।সাধারণ শ্রমজীবী মানুষের জীবন ধারণ ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে পরছে। এর থেকে শীঘ্রই উত্তরণ প্রয়োজন। চারিদিকে বিভিন্ন দুর্নীতির ফলস্বরূপ জনজীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। অচিরেই বর্ধিত মূল্য প্রত্যাহার করার জোর দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।