চাঁপাইনবাবগঞ্জে শাক সবজিতে কাঁচা বাজারে ভরপুর কৃষকের মুখে হাসি ক্রেতারা সন্তুষ্ট

কাঁচা বাজার ঘুরে এসএম রুবেল::::  রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজার গুলো নানান রকমের শাক সবজিতে ভরে উঠছে।জেলার সব কয়েকটি উপজেলার হাট বাজার ঘুরে দেখাগেছে -গত বছরের তুলনায় এবছর চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি এলাকায় কাঁচা শাক সবজির দ্বিগুন ফলন হয়েছে।ফলে জেলার হাট বাজার গুলো ভরে উঠছে কাঁচা শাক সবজি দিয়ে। দাম হাতের নাগালে থাকায়
ক্রেতা সাধারণের মাঝে নেই কোনো অভিযোগ।উপজেলার সবজি চাষি কৃষক আঃ আউয়াল জানায় অনন্য বছরের তুলনায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো হয়েছে,বাজারে চাহিদা অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে। জেলা কৃষি কর্মকর্তা জানায় জেলার প্রতিটি উপজেলা কৃষি কর্মকর্তাকে কৃষককে প্রত্যেকটি ক্ষেত্রে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top