মহিলা টিটিসি’তে বিদেশ ফেরতকর্মীদের প্রশিক্ষণ সমাপণি

খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন‘‘ দক্ষ ও প্রশিক্ষিত জনবল দেশের শ্রম বাজার সুদৃড় করে দেশের অর্থনৈতিতে বিশেষ ভূমিকা রাখে একই সাথে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করে। নিরাপদ অভিবাসী হলে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। আর এ দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরী করতে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ ভূমিকা রাখছে। বিদেশগমন অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা ফলে নিজে যেমন আর্থিক ভাবে লাভবান হন তেমনি রাষ্ট্রও তথা দেশও লাভবান হয়। বক্তারা বলেন প্রশিক্ষণের মাধ্যমে

অর্জিত বাস্তব জ্ঞান ও দক্ষতা নিজের জীবন পাল্টে আত্মনির্ভরশীল করে তোলে ।  বৃহস্পতিবার সন্ধ্যায় খুলন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।’’ স্কিলস-২১ প্রকল্প, খুূলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং এস আই ওয়াই বি অব ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ছয় দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ কে এম মরিুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সের কো-অডিনেটর ছিলেন মো. তৌহিদুর রহমান এবং কোর্সের প্রশিক্ষক ছিলেন এস আই ওয়াই বি অব ফাউন্ডেশন বাংলাদেশের জনাব সাবিদ রহমান ও মানেশ কুমার বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে কোর্সের প্রশিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষাণীর্থসহ অন্যান্যরা উপস্থিত ছিল। উল্লেখ্য বিদেশ ফেরত অভিবাসীদের জন্য প্রশিক্ষণ কোর্স শুরু হয় গত ৪ ফেব্রুয়ারী থেকে শুরু হয় যা চলে ৯ ফেব্রুয়ারী পর্যণÍ। প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন অঞ্চল থেকে আসা ২০জন অভিবাসীকর্মী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ গ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top