সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১০ ফেব্রুয়ারি বিকাল চারটায় খুলনার দিঘলিয়া উপজেলার পানগাতী রাধা গোবিন্দ মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি ১১ ফেব্রুয়ারি বিকাল তিনটায় খুলনার দৌলতপুর বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।প্রতিমন্ত্রী ১২
ফেব্রুয়ারি বিকাল তিনটায় দৌলতপুর সরকারি ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৩ ফেব্রুয়ারি বিকাল
তিনটায় দেয়ানা কলেজিয়েট স্কুলে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং বিকাল সাড়ে তিনটায় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ঐ দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।