গাজীপুরে মসজিদের ইমামকে নিগ্রহের মামলার আসামি গ্রেপ্তার

আনিসুল ইসলাম গাজীপুরঃ গাজীপুরের চান্দরা এলাকায় একজন মসজিদের ইমামকে নিপীড়ন ও নিগ্রহের মামলায় অভিযুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মাহবুব উজ জামান। গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দরা এলাকার মিলন একাডেমীর পরিচালক মশিউর রহমান মুকুল (৪০) ও

তার ছোট ভাই মফিজুর রহমান টুটুল (৩৭) ।
উপকমিশনার বলেন, জুমার নামাজের খুতবায় মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখায় অভিযুক্তরা ক্ষিপ্ত ছিলেন। এছাড়া মিলন একাডেমীর পাশে ওই ইমাম মাদ্রাসা পরিচালনা করায় অভিযুক্ত মশিউর রহমান মুকুল তার স্কুলের ছাত্র কমে যাওয়ার কারণ বলে মনে করতেন। এরই জের ধরে গত ০২ ফেব্রুয়ারি চান্দরা এলাকার আল আকসা মসজিদের ইমামকে মাদকসেবী ও পেশাদার মাদক ব্যবসায়ী মফিজুর রহমান টুটুল উলঙ্গ করে মারধর

ও মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করে বলে অভিযোগ করা হয়। এ ব্যাপারে ওই দিন গাছা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরদিন অভিযান চালিয়ে মশিউর রহমান মুকুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। কিন্তু মূল অভিযুক্ত মফিজুর রহমান টুটুল পলাতক ছিলেন। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে মঙ্গলবার মিলন একাডেমীর সামনে থেকে এজাহারনামীয় আসামি মফিজুর রহমান টুটুলকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top