পেশি শক্তি বা অর্থের বিনিময়ে নয়, মানুষের সেবা করে মন জয় করতে চাই—-বাবুল সরদার বাদল

রিপোর্টার মিজানুর রহমান খুলনাঃ আসছে আগামী খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতা কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন।নির্বাচন অনুসারে ২৮নং ওর্য়াডের সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে আগামী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বাবুল সরদার বাদলকে ২৮নং ওর্য়াডে কাউন্সিলর প্রাথী হিসাবে দেখতে চায় ২৮নং ওর্য়াডের জনগণ। ২৮নং ওর্য়াডের সর্বসাধারণ মানুষের কল্যানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাবুল সরদার

বাদল।২৮নং ওর্য়াডে সকল সুযোগ সুবিধা নিশ্চিত সহ দূর্নীতি,মাদক ও শোষণ নির্য়াতন মুক্ত,দরিদ্র বান্ধব একটি আদর্শ ওর্য়াড গড়তে নিজেকে সম্ভাব্য কাউন্সিলর প্রাথী
হিসাবে আত্মপ্রকাশ করেছেন। বাবুল সরদার বাদল বলেন,২৮নং ওর্য়াডের সার্বস্থরের মানুষের আগ্রহ বেড়ে গেছে আমাকে নির্বাচনে কাউন্সিলর প্রাথী হিসেবে দেখার জন্য। ওর্য়াডের মানুষের ভালোবাসা ও বিশ্বাস আছে আমার প্রতি। তাই আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি আমার কর্মকান্ডে নিজেকে বিলিয়ে

দিতে চাই এলাকাবাসীর মাঝ। এলাকাবাসী জানান, ২৮নং ওর্য়াড আওয়ামী লীগ এর সভাপতি বাবুল সরদার বাদলের তুলনা হয় না,সে এক জন সৎ আদর্শবান যোগ্য নেতা,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে কাজ করে যাচ্ছেন। পেশি শক্তি বা অর্থের বিনিময়ে নয়,ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে আমাদের মনে জয় করেছেন।
তিনি কাউন্সিলর হলে আমাদের ২৮নং ওর্য়াড শতভাগ মাদক ও দুর্নীতি মুক্ত হবে এটা এলাকাবাসী বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top