রাজস্থলীর সুর্যব্রত মেলা যেন বিভিন্ন সম্প্রদায়ের মিলনমেলা

 উচ্চপ্রু মারমা রাঙ্গামাটি:::::   রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলাটি বিভিন্ন সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে। ৫ই ফেব্রুয়ারি রবিবার রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি রাস্তার পাশে সূর্য দেবের পুজার মধ্য দিয়ে সূর্যব্রত মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত মেলার ব্যস্থাপনার

দায়িত্বে ছিলেন মেলার আয়োজক কমিটির সভাপতি অমরনাথ চৌধুরী। বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া গ্রামের প্রায় ৫ একর এলাকাজুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করে থাকেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খুচরা দোকানিরা এ মেলায় এসে দৈনন্দিন প্রয়োজনীয়

নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে। এছাড়াও মেলায় শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ ইত্যাদির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top