শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ২০২৩ নির্বাচনে ঝলক-আখতার প্যানেল বিজয়ী

 প্রতিবেদক:  জালাল উদ্দিন মৌলভীবাজার::::    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ঝলক ও আখতার এবং বিমান ও হাবিবুর এই দুটি প্যানেলের প্রার্থীরা অংশগ্রহণ করে লড়াই করছেন। শনিবার ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং, দিনব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ঝলক ও আখতার প্যানেলে সবাই বিজয়ী হয়েছে। বিজয়ী ঝলক ও আখতার প্যানেলে, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ, বর্তমান সভাপতি ঝলক চক্রবর্তী সভাপতি ও

আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আখতার হোসেন সাধারণ সম্পাদক এবং ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  আব্দুল মুতালিব কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক। বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে ঝলক কান্তি চক্রবর্তী – ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমান বর্ধন – ১৪৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ আখতার হোসেন – ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাবিবুর রহমান – ১৪৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মোতালিব – ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রোকনুজ্জামান ৭৮ ভোট পেয়েছেন। এছাড়া বিজয়ী ঝলক ও আখতার প্যানেলে, র‌্যানার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক  নুরুল হক-সিনিয়র সভাপতি ১ম ১৭৭ ভোট, আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ  আব্দুল বাছিত-সিনিয়র সভাপতি ২ম ১৪৬ ভোট। হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আফজাল মিয়া-সহ সভাপতি ১ম ২৩১ ভোট, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  ফারুক আহমেদ-সহ সভাপতি ২ম ১৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক

দেবতোষ দাশ – ১২৩ ভোট, সহ- সাংগঠনিক পদে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রূপক চন্দ্র দাশ – ২২৫ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মাহাবুর রহমান – ১৭৪ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলেন্দু বিকাশ দেব – ২০৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অলক পাল – ১৯০ ভোট, দপ্তর সম্পাদক পদে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম -১৯১ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নী শীল

– ১৯৮ ভোট। নির্বাহী সদস্য পদে যথাক্রমে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্রিয়া কর – ১ম ২৬৯ ভোট, র‌্যানার স্কুল এন্ড কলেজের শিক্ষক চিরঞ্জিত শেখর বোনারজী- ২ম ২৪২ ভোট, বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুবাস রবি দাশ- ৩ম ২৩৩ ভোট, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইফুল আলম- ৪ম ২৩২ ভোট, বরুনা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জসিম উদ্দিন ৫ম

২২৯ ভোট, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক যাজন কান্তি রায় ৬ম ২২৭ ভোট, মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নরুজ্জামান ৭ম ১২২ ভোট, র‌্যানার স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আহমেদ ৮ম ২১২ ভোট, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অর্চনা রাণী শর্ম্মা ৯ম ২০৮ ভোট, বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ বেনজির আহমেদ ১০ম ১৯৫ ভোট, হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ বেলাল উদ্দিন ১১ম ১৯৩ ভোট। শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক- শিক্ষিকা মোট ভোটার ৩৯৮ জন, তাদের মধ্যে ৩৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top