খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্দোগে উপজেলার নবনিযুক্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রোববার ৫ জানুয়ারি দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও জাতীয় প্রাথমিক
সহকারি শিক্ষক ফাউন্ডেশন লোহাগড়া উপজেলা শাখার সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আসাদুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ হান্নান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। এ
সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মণ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী কামরুল হুদা, শেখ নায়েবুল ইসলাম, শেখ কবির হোসেন, আতাউর রহমান, কামাল হোসেন, শওকত, হাসান আরিফ লিমন, ইমরান আশকাত, রফিকুলসহ অনেকে প্রমুখ। এসময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।