রিপোর্টার গীতি গমন চন্দ্র রায় গীতি::::: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পয়েন্ধা গ্রামের রাজমিস্ত্রী মতিউর রহমানের ১৩ মাসের কন্যা মরিয়ম বেগম জন্মের পর থেকে অসুস্থ হয়ে পড়েন।সে অবস্থায় অসুস্থ শিশু মরিয়ম কে নিয়ে বিভিন্ন এলাকার চিকিৎসা শেষে সরশেষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এসকে সেনের নিকট চিকিৎসার জন্য গেলে
চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষা নীরিক্ষা করে মরিয়মে হার্ট ফুটো হয়েছে বলে ডাক্তার জানায়।এজন্য মরিয়ম কে উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে নইলে শিশু বাঁচানো যাবে না।মর্মে মরিয়ম বেগমের মাতা তার ১৩ মাসের শিশুকে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছেন। এ বিষয়ে মরিয়ম বেগমের মাতা মোছাঃ মুন্নি আক্তার সাংবাদিক
কে জানান আমার শিশুর হার্ট অপারেশন করতে ৫ লক্ষ টাকা দরকার তাই দেশবাসীর প্রতি সকলের কাছে আকুল আবেদন করছি আমার ০১৩০২১২০৭৫০ পার্শোনাল বিকাশ নাম্বারে আর্থিক সহায়তা প্রদানে বিনীত অনুরোধ করছি।