চিতলমারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে ফারজানা আক্তার রুমা নামে এক কলেজ ছাত্রী বসত ঘরের আড়ার সথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফারজানা আক্তার রুমা (২২) উপজেলার শ্যামপাড়া গ্রামের কাজী আকবর হোসেনের মেয়ে ও চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিল। আজ (৫ ফেব্রুয়ারী) রোববার দুপুর ২টার দিকে
ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলেজ ছাত্রীর বাবা কাজী আকবর হোসেন জানান, রুমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। আমরা বাড়িতে না থাকার সুযোগে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। চিতলমারী থানার পুলিশ পরিদর্শক এ এইচ এম
কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top