গাজীপুর ( সদর) প্রতিনিধিঃ গাজীপুরের হিলফুল এডুকেশন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শনিবার (২,৪ ফেব্রুয়ারী) দুই দিনব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভাওয়ালগড়ের ধলিপাড়া এলাকার ঐতিহ্যবাহী হিলফুল একাডেমি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান সরকার। একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক আব্দুস সাত্তার এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী শিক্ষক মিস হীরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন ও শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ। ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন সাহেব বাড়ি রিসোর্ট ও মাহির এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশীপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম. নুরুল ইসলাম শেখ। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী. প্রমোদ চন্দ্র বর্মন, বাংলাদেশ নদী পরিব্রাজকদল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতার ও
টেলিভিশনের গীতিকার মহসিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম , ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ রাজা, আলোকিত নিউজের সাংবাদিক মেহেদী হাসান সবুজ, যায়যায়দিনের সাংবাদিক আয়ুব খান, ভোরের দর্পণের সাংবাদিক সাইফুল ইসলাম শুভ, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ । অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।