নূরুল হক, মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের ‘মণিরামপুর সরকারী কলেজ’র ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, শ্রেণি পাঠদান ও কলেজের নবনির্মিত লাইব্রেরি ভবনের শুভ উদ্বোধর করা হয়েছে। মণিরামপুর সরকারী কলেজের আয়োজনে বুধবার দুপুরে অনুষ্ঠিত এ নবীন বরণ, উদ্বোধনী ক্লাস ও
কলেজের লাইব্রেরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন পলাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
মণিরামপুর সরকারী কলেজের প্রভাষক ফিরোজআহম্মেদ, মোস্তাফিজুর রহমান ও নুপুর চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন মণিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ বিএম রবিউল ইসলাম ফারুকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা
ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপাধ্যক্ষ সমীর কান্তি হালদার, সহকারী অধ্যাপক আব্দুল আলিম, উত্তম চন্দ্র চন্দসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক,শিক্ষার্থীসহ সুধীজন। এর আগে সকাল ১০টায় মণিরামপুরের রাজগঞ্জ ডিগ্রী কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে বরণ করে নেন মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভটরটচার্য্য (এমপি)।